বিচিত্রা

সাপের বিষের বিয়ার
তৃষ্ণা মেটাতে মানুষ কত কিছুই না খায়। কেউ দুধ বিক্রি করে মদ খায়, আবার কেউ মদ বিক্রি করে দুধ খায়। মোদ্দা কথা হলো, সবাই তৃষ্ণা মেটাতেই চায়। কিন্তু তাই বলে সাপের বিষ দিয়ে তৃষ্ণা মেটানো, এটা বোধহয় কেউই চাইবে না।

সম্প্রতি স্কটল্যান্ডের একটি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান সাপের বিষবা স্নেক ভেনমনামের একটি শক্তিশালী বিয়ার তৈরি করেছে। যাকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিয়ার হিসেবে গণ্য করা হচ্ছে।

স্কটল্যান্ডের কেইথে প্রস্তুতকৃত এই বিয়ারটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিয়ার হিসেবে দাবি করছে এর প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। কারণ সাপের বিষনামক এই বিয়ারে আছে ৭০ শতাংশ অ্যালকোহল। বাজারে অন্যান্য যে বিয়ার সচরাচর পাওয়া যায় তাতে সর্বোচ্চ ২২ শতাংশ অ্যালকোহল থাকে। আর সেই তুলনায় স্কটল্যান্ডের এই বিয়ারে থাকা ৭০ শতাংশ অ্যালকোহল বিশ্বের বিয়ার প্রিয় মানুষের কাছে অনেকটা সাপের বিষের সমানই।



---------------
নদীতে ডুব দিলেই কঙ্কাল!



আপনি কি কখনও ভেবেছেন যদি এমন হয় যে, নদীতে ডুব দিলেন আর ভেসে উঠে দেখলেন আপনার গায়ে কিছুই নেই। শুধু হাড়গুলোই অবশিষ্ট আছে। তাহলে ব্যাপারটা কেমন হবে?
অবাক করা হলেও সত্য স্পেনে এমন একটি নদী আছে, যেখানে ডুব দিলে কঙ্কাল হয়ে উঠতে হবে। এ নদীর পানি অত্যন্ত আম্লিক এবং ভারী ধাতু সমৃদ্ধ। এ কারণেই নদীটি অত্যন্ত ভয়ানক। এ নদীর কারণেই দেশটির অনেক গ্রাম স্থানান্তর করতে হয়েছে। এমনকি নদীটি বেশ কয়েকটি আস্ত পাহাড়ও গ্রাস করেছে।

নদীটি মাইন (রিও টিনটো) খননের সময় উৎপন্ন হয়েছে। এই মাইনটি ব্যাপ্তি এতোটাই ব্যাপক যে এর আশেপাশের গ্রামগুলোকে অন্যত্র সড়িয়ে ফেলতে হয়েছে। এই খননের প্যাটার্ন অর্থাৎ নদীটি এতোটাই দৃষ্টি নন্দিত যে দেখলে মনে হবে আপনি চাঁদে আছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন