অপ্রকাশিত

ত্রিদিব দস্তিদারের অগ্রন্থিত কবিতা 
এ বুকে মাটির জয়


এ বুকে মাটির জয়

জন্ম রাখে শতোধি প্রত্যয়
ক্ষুধা-তৃষ্ণা হ্রদয় প্রপাত
তোমাতে সৃজন আমার
শষ্যকণা বহতা দিন-রাত
তুমিই প্রেমিক মাতা
বসুন্ধরা, ফসল ভান্ডার।

২৬/১১/৮৯
সংগ্রহঃ মঈন চৌধুরী
                                         =============
শামসুর রাহমানের অপ্রকাশিত কবিতা


১৯৭৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অথিতি হয়ে গিয়েছিলেন- কবি শামসুর রাহমানআল মাহমুদ এবং অভিনেতা গোলাম মোস্তফা। তখন বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাব জুবেরী ভবনে রাতের আড্ডার এক ফাঁকে বর্তমানে টরন্টো প্রবাসী সাংবাদিকএশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক (এটিএন)-এর এসোসিয়েট প্রডিউসার সুমন রহমানের ডায়েরিতে তা ক্ষণিক ভাবে তিনি এই ছোট্ট কবিতাটি লিখে দেন। ৩৮ বছর আগের লেখা কবির অপ্রকাশিত কবিতাটি আজ সাতদিনের মাধ্যমে আলোর মুখ দেখলো।





           “সর্বক্ষণ নতজানু আমি কবিতার কাছে, তাতে
            কার কীবা আসে যায়?তবু স্বপ্নের গোপন খাতে
            বয়ে যায় আমার জীবন।
            কতটুকু উঠবে ভরে অলৌকিক একটি খামার

                                  ১৭-২-৭৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন