স্বদেশ

এরা মহান মুক্তিযুদ্ধ এবং দেশ ও জাতীকে অবমাননা করেছে
এদের চিনে রাখুন
মোল্লা ওয়াহিদুজ্জামান
 আবুল কাসেম তালুকদার



খোন্দকার শওকত হোসেন

সরকার গতকাল ২১ জুলাই ২০১৪, আরো ৩৫ কর্মকর্তার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছেএদের মধ্যে ৬ জন সচিব রয়েছেন তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ( বর্তমান বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান), স্বাস্থ্য সচিব নিয়াজউদ্দিন মিঞা এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব . খোন্দকার শওকত হোসেন এরা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে মহান মুক্তিযুদ্ধ এবং দেশ জাতীকে অবমাননা করেছে নিয়েছে পদোন্নতিসহ নানান বাড়তি সুযোগ-সুবিধাতাই তারা প্রতারণা বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত।
আগেও কেউ কেউ বিদেশি মুক্তিযোদ্ধাদের সন্মানা সনদে স্বর্ণ কেলেঙ্করিতেও জড়িত কেউ কেউ দুর্নীতিরা সাথেও যুক্ত! এদের চিনে রাখুনঃ মোল্লা ওয়াহিদুজ্জামান, . খোন্দকার শওকত হোসেন, আবুল কাসেম তালুকদার।উল্লেখ্য, সব মিলিয়ে এখন পর্যন্ত ১শ ৫১ জনের সনদ বাতিল করা হলো৷

----------------

সমুদ্রে সাড়ে ১৯ হাজার বর্গ কিমি পেল বাংলাদেশ

আরো জড়িত ফারুক নওয়াজ-জুলফিকার শাহাদাৎসহ ১১ জন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন